২০২৫
9 বার পড়া হয়েছে
আজ, ২ নভেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
আপনার বুদ্ধিমত্তা আজ অন্যদের চোখে-মুখে খুশির ঝিলিক হয়ে উঠবে।
বৃষ
আপনার সাধনার কঠোর অনুশীলন অন্যকে উদ্দীপ্ত করবে।
মিথুন
আজ প্রেমিককে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবেন।
কর্কট
বাধা আসায় কাজে অশান্ত হয়ে উঠবেন। তবে কেটে যাবে দ্রুত।
সিংহ
অচেনা ব্যক্তিদের চলার পথে এড়িয়ে চলুন। আগ-পিছ দেখে নিন।
কন্যা
পর্যবেক্ষণটা একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে করুন। চমকে যাবেন।
তুলা
প্রতিযোগিতার পরীক্ষায় আজ সফলতার দিকেই যাবেন।
বৃশ্চিক
নিজের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখুন।
ধনু
কোনো অপ্রিয় সংবাদ আসবে। সতর্ক থাকুন।
মকর
সময় আজ আপনার অনুকূলে থাকবে।
কুম্ভ
শত্রুপক্ষ আজ প্রবল হয়ে উঠতে পারে। অচঞ্চল থাকুন।
মীন
আজ মানসিক অশান্তিতে থাকতে পারেন। বন্ধুর সহযোগিতা নিন।