২০২৫
17 বার পড়া হয়েছে
আজ, ২৯ অক্টোবর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
কেউ ফাঁসাতে চাইছে? সাবধান!
বৃষ
বেশ ধকল যাবে, মিষ্টি ফল পাবেন।
মিথুন
ভালো-মন্দের একটি দিন, ভালোটাই বেশি।
কর্কট
আবদার মেটাতে মেটাতে দিন পার হয়ে যাবে আজ, ভালোই কাটবে সব মিলিয়ে।
সিংহ
তটস্থ ভাবটা কেটে যাবে, আত্মবিশ্বাস ফিরে পাবেন।
কন্যা
হেঁয়ালিপনায় বিরক্ত হবেন না, নতুবা বড় কিছু হারাবেন।
তুলা
আশা পূর্ণ হবার দিন, আর কী লাগে!
বৃশ্চিক
কোনো কিছুর পুনরাবৃত্তি বিরক্তির কারণ হতে পারে, ভুল শুধরিয়ে দেয়ার দায়িত্ব কিন্তু আপনার।
ধনু
মুখরিত একটি দিন কাটাতে যাচ্ছেন, বেশ ভালো কাটবে।
মকর
ঝামেলা মোছার সুযোগ পাবেন, মুছে ফেলুন।
কুম্ভ
মিলে যাবে আজ অনেক কিছুই, অদ্ভুতভাবে।
মীন
আহা! কী অসাধারণ একটি দিন!