২০২৪
12 বার পড়া হয়েছে
আজ, ১ সেপ্টেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
আপাতদৃষ্টিতে অনর্থক হলেও দিন শেষে কাজটার একটা অর্থ খুঁজে পাবেন।
বৃষ
আপনার সৃজনশীলতায় অনেকেই মুগ্ধ হবেন আজ।
মিথুন
সরলরেখার মতো সোজা দিন, নো ঝামেলা।
কর্কট
সামাজিকতা রক্ষায় আপনি অনন্য। এর প্রশংসা পাবেন।
সিংহ
সাংসারিক সমস্যার সমাধান খুঁজে পাবেন আজ।
কন্যা
প্রেমবিষয়ক জটিলতা হতে পারে।কাছের মানুষের সাহায্য নিন।
তুলা
কৌশল নেওয়ার সুবর্ণ সুযোগ পাবেন আজ। কাজে লাগান।
বৃশ্চিক
প্রচন্ড ব্যস্ত দিন। তারপরও প্রেমিকাকে যে সময় দিতে হবে।
ধনু
পছন্দের কাজেই ডুবে থাকবেন দিনজুড়ে। তবু ক্লান্ত হবেন না।
মকর
কারও হেঁয়ালি মন্তব্যে আপনার মনে ঝড় বয়ে যাবে।
কুম্ভ
বিচক্ষণতার পুরস্কার হাতেনাতে পাবেন আজ।
মীন
আপনার চাওয়াটাই পূরণ হতে যাচ্ছে। এরপরও আনচান করছেন কেন?