২০২৫
7 বার পড়া হয়েছে
আজ, ১ নভেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
আলোড়ন তৈরি করতে যাচ্ছেন আজ। এগিয়ে যান।
বৃষ
অহংকার পতনের মূল। এখন থেকে তা পরিহার করুন।
মিথুন
প্রচণ্ড ইচ্ছাশক্তির জোরে বড় বড় বাধা পেরোতে পারবেন আজ।
কর্কট
নিজের পরিকল্পনামতো এগিয়ে যান। ভবিষ্যতে কাজে দেবে।
সিংহ
প্রেমে কোনো বাধাই মানেননি এত দিন। এখন কেন তা?
কন্যা
আলোর মিছিলে আজ যুক্ত হতে যাচ্ছেন। ঋদ্ধ হবেন নতুন কিছুতে।
তুলা
বড় ধরনের কোনো কাজে হাত দিতে যাচ্ছেন। শুরুটা কিন্তু শুভক্ষণেই।
বৃশ্চিক
সমালোচনার ধার ধারেননি কখনো। আজও নয় কিন্তু।
ধনু
গড্ডলিকা প্রবাহে গা ভাসাবেন না। নিজ সিদ্ধান্তেই এগিয়ে যান।
মকর
সময় নিয়েই কিছু কাজ করতে হবে আজ। অবিচল থাকুন।
কুম্ভ
আজ বিবাদ এড়িয়ে চলুন। সমালোচনায় নিজেকে জড়াবেন না।
মীন
পর্যবেক্ষণটা একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে করুন। চমকে যাবেন কিন্তু!