২০২৫
20 বার পড়া হয়েছে
আজ, ১৯ সেপ্টেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
ছোটখাটো একটা ধাক্কা কিছুটা বিচলিত করতে পারে। সমঝে চলুন।
বৃষ
কারা আপনার বন্ধু আর কারা নয়, তা বোঝার ক্ষেত্রে দিনটা লিটমাস পেপার হিসেবে কাজ করবে।
মিথুন
মোটামুটি ফুরফুরে মেজাজে মাসটা কাটবে। প্রিয়জনের সঙ্গে কুড়কুড়ে কিছু সময় কাটানোর অবকাশও মিলবে।
কর্কট
ধাক্কাটা পাবেন কাছের মানুষের কাছ থেকেই। চুরমার হওয়ার কিছু নেই। এর চেয়ে বাজে সময়ও পার করেছেন আপনি।
সিংহ
ঢোল পেটানো কিছু লোকের পাল্লায় পড়তে পারেন।
কন্যা
সত্যটা সহজভাবে নিন, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
তুলা
যেকোনো মুল্যে ঘরটা আগলে রাখবেন। আপনার সেই শক্তিটা আছে।
বৃশ্চিক
বড্ড চাপে আছেন। মজার ব্যাপার হচ্ছে, খানিক চাপে থাকাটা বেশ উপভোগও করেন আপনি।
ধনু
মহৎ কিছু একটা শুরু করতে যাচ্ছেন আপনি, বাধা তো আসবেই।
মকর
কিছু একটা ব্যাপারে খাপে খাপ মিলছে না। সময়মতো সিদ্ধান্ত না নিলে পস্তাবেন।
কুম্ভ
আবেগের সঙ্গে আজ যুক্তির যোগ থাকা চাই।
মীন
আচমকা কিছু ব্যাপারে খানিকটা বিক্ষিপ্ত সময় কাটবে। আলস্যকে পাত্তা দেবেন না।