২০২৫
24 বার পড়া হয়েছে
আজ, ১৭ সেপ্টেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
যে ব্যাপারটা নিয়ে দুশ্চিন্তায় আছেন, তা আপনাতেই মিলিয়ে যাবে।
বৃষ
যেকোনো মূল্যে ঘরটা আগলে রাখবেন। আপনার সেই শক্তিটা আছে।
মিথুন
বড্ড চাপে আছেন। মজার ব্যাপার হচ্ছে, খানিক চাপে থাকাটা বেশ গতি দেবে আপনাকে।
কর্কট
বাধা তো আসবেই, আপনি কি হাল ছাড়ার পাত্র?
সিংহ
অযাচিত কোনো দায়িত্ব নিতে হবে আজ।
কন্যা
আপনার অন্যমনস্কতার সুযোগে কেউ যাতে চেপে না বসতে পারে, সাবধান!
তুলা
ধীরে চলো নীতিটাই মেনে চলুন আজ।
বৃশ্চিক
বিপদ কেটে যাবে, স্বস্তি পাবেন।
ধনু
বাজে সময়টুকু শেষ হচ্ছে আজ। আহা!
মকর
আনন্দের আর বিষাদের মিশ্র একটি দিন কাটবে আজ।
কুম্ভ
তৃতীয় পক্ষ ঝামেলায় ফেলতে পারে, সাবধান।
মীন
আবেগ আর যুক্তির মিশেলে এক অদ্ভুত দিন কাটাতে যাচ্ছেন।