বুধবার, ১৫ই জানুয়ারি,
২০২৫

  • অন্যান্য রাশিফল

  • আজকের রাশিফল ১৫ সেপ্টেম্বর


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শনিবার, ১৪ই সেপ্টেম্বর,

    ২০২৫

    /

    20 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    আজ, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?

    মেষ
    নির্মল দিন। এক রত্তি গোলযোগ নেই। ঝামেলা তো আরও হাজার কিলো দূরে।

    বৃষ
    বসে আছেন যে। আজ কিন্তু দৌড়াতে হবে।প্রয়োজনেই।

    মিথুন
    ভিরমি খাওয়ার মতো তথ্য পেলেও আপনাকে কাবু করতে পারবে না।

    কর্কট
    আনমনা হয়ে থাকবেন দিনমান। এরই মাঝে অদ্ভুত কিছু নজরে আসবে।

    সিংহ
    মনমরা ভাব কেটে ফেলুন। মন ভরে যাওয়ার মতো ঘটনা ঘটবে আজ।

    কন্যা
    অল্প হলেও দুঃখ ছুঁয়ে যেতে পারে আজ। সুখ-দুঃখ নিয়েই তো সবাই।

    তুলা
    হাফ ডান করা কাজ ফুল ডান করতে হবে আজ। পারতে হবে কিন্তু।

    বৃশ্চিক
    একঘেয়েমির শেষ হচ্ছে আজ। নাটকীয়ভাবে।

    ধনু
    তুলতুলে আদুরে একটা দিন। বেশ আয়েশে থাকবেন।

    মকর
    ভালো-মন্দের বাইরেও কি কিছু আছে? আজ তা বুঝতে পারবেন।

    কুম্ভ
    উদাসী মেজাজে আছেন বেশ। আজ আনকোরা কোনো চিন্তা উঁকি দিবে।

    মীন
    টিপটপ জিনিসেও কী যে গন্ডগোল। তার হিসাব করতেই দিন শেষ।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd