২০২৫
23 বার পড়া হয়েছে
আজ, ১৪ সেপ্টেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
সবুজ কাচেই আজ তার সঙ্গে দেখা হচ্ছে। রঙিন রঙিন দিন কাটবে।
বৃষ
কাঁটা কাঁটা জবাব পাবেন। অপ্রয়োজনীয় হলেও দরকারি।
মিথুন
সাদামাটা দিনটা শুরু হলেও মহাসমারোহ থাকছে। ব্যক্তিত্বের কারণে।
কর্কট
জীবনের সব হিসাব কি করা যায়! আজ নস্টালজিয়া ভর করবে।
সিংহ
নিজের ওপর নিজের বিশ্বাস অটুট রাখুন। ভাগ্যটাকে দোষ দেবেন না।
কন্যা
পরিশ্রম আছে, আছে ধকলও। সবাই তো আর ধকল সামলাতে পারে না!
তুলা
বিজ্ঞানী বিজ্ঞানী ভাবটা জেগে উঠবে আজ। জটিল কিছু আবিষ্কার করবেন।
বৃশ্চিক
বিচিত্রতায় মুগ্ধ হবেন। এ ভুবনে কত অদ্ভুত ব্যাপারই না আসে।
ধনু
আজ বন্ধুকে পড়বে মনে। সেই তো আপনার শুভকাজের উদ্যোক্তা।
মকর
আড়াআড়ি কোনো বিষয়ে জটিলতা সৃষ্টি হবে। সরলপথ তৈরি করুন।
কুম্ভ
কেউ দোষারোপ করলেই দোষ কাঁধে নেবেন না। আপনি নিষ্কলুষ।
মীন
সরল বিশ্বাসের জায়গাটায় নাড়া খেতে পারেন। আপনি অতি সাবধানী।