২০২৫
11 বার পড়া হয়েছে
আজ, ১২ সেপ্টেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
বাহ্, দারুণ ফর্মে আছেন তো। আজ এরই ধারাবাহিকতা থাকবে।
বৃষ
নেচে বেড়ানোর দিন। কী যে মজার!
মিথুন
বহু বিতর্ক করেছেন। আজ কাজে হাত দিন।
কর্কট
সিদ্ধান্তে অটল থাকুন। কঠিন পরীক্ষায় পড়তে হবে আজ।
সিংহ
সব আলো আজ আপনার উপর। চোখ কি ধাঁধিয়ে যাচ্ছে?
কন্যা
আলাভোলা টাইপের কেউ মনটা ভুলিয়ে দিবে আপনার। বিচিত্র দিন।
তুলা
সবকিছু এক পাশে সরিয়ে রেখে প্রিয়জনকে গুরুত্ব দিন আজ।
বৃশ্চিক
ঝকঝকে এই দিনটার মতো খুশিতে মনটা ঝকঝক করবে আজ।
ধনু
ছোট্ট একটা মুহূর্তই আজকের দিনের প্রাপ্তি আপনার।
মকর
দুশ্চিন্তার মেঘ কেটে গেছে। সূর্যটা কী সুন্দর!
কুম্ভ
আড়াল থেকে কারও সহায়তা পাবেন। অভাবনীয়!
মীন
দিনটার আজ তুলনা রহিত। আনচান করছে না আর।