২০২৪
25 বার পড়া হয়েছে
আজ, ১২ অক্টোবর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
মনের মানুষের সঙ্গে নানা কথা বিনিময় হবে যে আজ।
বৃষ
কাজের হিসাবটা গেঁথে রাখুন মাথায়। আর একে একে মনোযোগ দিন।
মিথুন
স্তব্ধ থাকা ভাবটা কাটবে আজ। কিছুক্ষণ বিরতি। তারপর শুরু করুন।
কর্কট
মান-অভিমানের পালা সমাপ্ত। আজ রোম্যান্টিক মুডে থাকবেন যে।
সিংহ
হ্যাঁ, খটকা লাগা ব্যাপারটার কারণ স্পষ্ট হবে আজ।
কন্যা
আড়ষ্ট ও জড়সড় ভাবটা কাটিয়ে তুলুন। না হলে আজ অনেক চাপ অনুভব করবেন।
তুলা
সাংসারিক কিছু সমস্যা আজ চুকেবুকে যাবে। রিল্যাক্স থাকবেন।
বৃশ্চিক
অহেতুক আশঙ্কাকে প্রশ্রয় না দিয়ে বরং জোর কদমে এগিয়ে যান।
ধনু
নিকটজনের কারও ঔদাসীন্য আপনাকে বিপদে ফেলতে পারে।
মকর
অনেক ঝামেলা আপনা থেকেই ঘুচে যাচ্ছে যে আজ।
কুম্ভ
ক্ষুব্ধ হতে পারেন কোনো কারণে। তবে এগিয়ে যেতে থাকুন।
মীন
দুর্বোধ্য কিছু ব্যাপার আজ পরিষ্কার হতে পারে পানির মতো।