২০২৫
8 বার পড়া হয়েছে
আজ, ১১ সেপ্টেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
ক্লান্তি পোকা ঘিরে ধরেছে। বিশ্রাম কাম্য নয়।
বৃষ
মন টানছে। টানটার তীব্রতা বাড়ছেই আজ।
মিথুন
মন ভাঙার মতো কিছু হয়নি। মনের জোর থাকতে হবে।
কর্কট
অদেখা কিছু দেখার সুযোগ পাবেন। অবাক করা দিন যে!
সিংহ
ভণিতাকে প্রশ্রয় দিবেন না। বিশাল ধরা খাবেন নইলে।
কন্যা
আনন্দমুখর দিন। সম্পূর্ণ অপ্রত্যাশিত কারণে।
তুলা
অন্ধকার ফুঁড়ে আলো আসছে। দেখতে পাওয়ার কথা তো!
বৃশ্চিক
জাদুময় দিন। অভাবনীয় কিছু হতে যাচ্ছে যে।
ধনু
কারও ভড়ংয়ে গলে যাবেন না। সোজা চিন্তা করুন।
মকর
অনেক কেন-র জবাব মিলবে আজ। তৃপ্তি পাবেন।
কুম্ভ
তেড়েফুড়ে কেউ আসলেই ভড়কানোর কিছু নেই। মুডেই থাকুন।
মীন
সাহস হারাবেন না। শক্ত সিদ্ধান্ত নিতে হবে।