২০২৫
10 বার পড়া হয়েছে
আজ, ১০ সেপ্টেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
আগন্তুক আসছে আজ। অন্য রকম দিন যে।
বৃষ
কেউ কাবু করতে চাইবে। কাবু হওয়া যাবে না।
মিথুন
চাপে থাকবেন। মুক্তও হবেন। ফুরফুরে থাকতে হবে।
কর্কট
কবুল করতে হবে আজ অনেক কিছুই। ঠকবেন না।
সিংহ
না পাড়া জিনিসটাই পারবেন আজ। অবাক হচ্ছেন কেন?
কন্যা
আরেকটু। তারপরেই তৃপ্তির ঢেকুর তুলবেন আজ।
তুলা
ঝড় সামলাতে হবে। মনের জোরই যথেষ্ট।
বৃশ্চিক
সেবা করার সুযোগ পাবেন। সেবাই কিন্তু জীবনের সংগ্রহ।
ধনু
মিষ্টি মিষ্টি দিন। সবই ভালো লাগবে আজ।
মকর
হুড়োহুড়ি লাগতে পারে। আঁচ করতে পারছেন তো কেন হচ্ছে!
কুম্ভ
খানিকটা কৌশলী আজ হতেই হবে। নতুবা ঝামেলা।
মীন
বিড়ম্বনা খানিক আছে আজ। তবে তা খ্যাতির কারণে।