২০২৫
9 বার পড়া হয়েছে
আজ, সেপ্টেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
আকাশ-বাতাস সবকিছুকেই আপন মনে হবে আজ। আপনা দিনে এমনই হয় যে!
বৃষ
ডামাডোলের মাঝেও কাজটুকু গুছিয়ে নিন আজ। চাপ পড়ে যাবে নতুবা।
মিথুন
মন না মানলেও সিদ্ধান্ত নিতে হবে আজ। পাশে পাবেন প্রিয়জনদের।
কর্কট
এই রোদ, এই বৃষ্টির দিন আজ, জীবনটাই তো এমন!
সিংহ
শরীর মহাশয় বিগড়ে যেতে চাইবে। নিয়মমাফিক চলা চাই।
কন্যা
আজ যুক্তির দিন, বুদ্ধির দিন। আবেগটাকে সরিয়ে রাখুন।
তুলা
চমক আছে আজ। অপেক্ষা করুন।
বৃশ্চিক
স্মৃতি রোমন্থনের দিন। কেমন কেমন লাগছে, তাই না।
ধনু
একটু পেছনে যেতে হবে আজ, অবশ্য তা এগিয়ে যাওয়ার জন্যই।
মকর
আড্ডামুখর দিন, প্রাণবন্ত কিছু সময় উপভোগ করুন।
কুম্ভ
আনন্দের চাবিটা হাতে পেয়েছেন। এবার দোর খুলে প্রবেশ করুন।
মীন
আপাতত চুপ থাকুন। আজ কিছু বলতে হবে না আর।