২০২৫
32 বার পড়া হয়েছে
আজ, ১৭ জুলাই ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
হৃদয়ে যে বিক্ষোভ চলছে তা শান্ত হয়ে আসবে। বেশ কাটবে দিনখানা।
বৃষ
কারও দ্বারা বেশ প্রভাবিত হবেন। এবং তা ইতিবাচকভাবেই।
মিথুন
সন্দেহপ্রবণতা অশান্তির কারণ হতে পারে আজ।
কর্কট
বিকল্প চিন্তা করতে হতে পারে আজ। আর দেরি নয়।
সিংহ
ভোগান্তি আছে সামান্য। তা কিন্তু কেটে যাবে এমনিতেই।
কন্যা
গুরুতর কিছু একটা হতে পারে। খুব সাবধান।
তুলা
বেশ চাপে আছেন হয়তো। আজ মুক্তি মিলতে পারে।
বৃশ্চিক
দুরূহ কোনো কিছু বেশ সহজ হয়ে যাবে। সাবাস।
ধনু
আগ্রহের কিছু একটা পেয়ে যাবেন। কী যে মজার দিন।
মকর
আজ আত্মবিশ্বাসের মাত্রাটা আকাশ ছুঁবে। বিশেষ কোনো ঘটনায়।
কুম্ভ
স্বাচ্ছন্দ্যে থাকবেন পুরোটা দিন। সবকিছুকেই আপন আপন লাগবে।
মীন
ষোলো আনা প্রাপ্তির দিন, আর কিছুর কি দরকার আছে!