মঙ্গলবার, ২২শে অক্টোবর,
২০২৪

  • জাতীয়

  • অমিত শাহর নিরাপত্তা: বেনাপোলে আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ


    সোনারদেশ ২৪ ডেস্ক


    রবিবার, ২০শে অক্টোবর,

    ২০২৪

    /

    3 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    বেনাপোল স্থলবন্দরে তিনদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ হচ্ছে। ভারতের পেট্রাপোল বন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন। 

    এ কারণে আগামী ২২-২৪ অক্টোবর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানিরপ্তানি বন্ধ হচ্ছে।

     

    অমিত শাহর নিরাপত্তাজনিত কারণে আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত হয়েছে। এ সময় অবশ্য বেনাপোল বন্দর দিয়ে পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড চলমান থাকবে।

     

    বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন, আগামী ২৪ অক্টোবর টার্মিনাল উদ্বোধন করতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বনগাঁয় আসছেন। এ উপলক্ষে ভারত তিনদিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। চট্টগ্রাম বন্দরের পরেই বেনাপোল বন্দরের অবস্থান। একের পর এক বন্দর বন্ধ থাকলে শিল্প কলকারখানার কাঁচামাল আমদানিতে বিড়ম্বনা দেখা দেবে।

     

    পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শশাঙ্খ শেখর ভট্টাচার্য রাজা বলেন, পেট্রাপোল বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন আগামী ২৪ অক্টোবর। এ উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বনগাঁয় আসছেন। তার নিরাপত্তার বিষয়ে প্রশাসন আগামী ২২-২৪ অক্টোবর তিনদিন পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখতে বলেছে।

     

    বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক রাশেদুল সজীব নাজির বলেন, পেট্রাপোল স্থলবন্দরের ম্যানেজার কমলেস সাইনি মোবাইল ফোনে আমাদের বন্ধের বিষয়টি জানিয়েছেন। বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য লোড আনলোড, পণ্য পরীক্ষণ শুল্কায়ন কার্যক্রম চলমান থাকবে। পাসপোর্ট যাত্রী চলাচলও স্বাভাবিক থাকবে।




    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd