২০২৫
10 বার পড়া হয়েছে
জামালপুরে অপারেশন 'ডেভিল হান্টের' প্রথম দিনে অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের রবিবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারী) রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেভিল হান্ড অভিযানের অংশ হিসেবে জামালপুরের ইসলামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে তাঁদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, ইসলামপুর পৌর শহরের মৌজাজাল্লা গ্রামের ভানু চন্দ্র মৃধার ছেলে ও পৌর আওয়ামী লীগের সদস্য শ্রী কাজল চন্দ্র মৃধা (৪৫) এবং উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের তারতাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ আলম ডাবলু (৩৫)।
ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি ইসলামপুর থানার এসআই আব্দুল হাই বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় ৩২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে ছাত্রলীগ নেতা শাহ আলম ডাবলুকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এছাড়া গত ১৬ ডিসেম্বর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর কারীপাড়া গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আওয়ামী লীগ নেতা শ্রী কাজল চন্দ্র মৃধাকে আদালতে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশের ন্যায় ইসলামপুর থানা আইনশৃঙ্খলা বাহিনী শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাতে আটক দুই আওয়ামী লীগ নেতাকে বিশেষ ক্ষমতা এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিনষ্ট করার অভিযোগ রয়েছে।