1. admin@sonardesh24.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৫:১২ অপরাহ্ন
  •                      

১ পয়সার কমে বাংলালিংক থেকে সব অপারেটরে কথা বলুন।

সোনারদেশ ২৪ ডেস্ক
  • আপডেট করা হয়েছে শনিবার, ১৮ আগস্ট, ২০১৮
  • ৩৯৩ বার পড়া হয়েছে

সব মোবাইল অপারেটর সরকারের নির্দেশ অনুযায়ী কল রেট পরিবর্তন করেছে। আগে যেখানে সর্বনিম্ন ২৫পয়সায় কথা বলা যেতো তা এখন বেড়ে দিগুণ।

কলরেটের এই উর্ধগতিতেও কিভাবে একটু কম খরচে কথা বলতে পারবেন এ বিষয়ের ধারাবাহিক আলোচনার আজকে প্রথম অংশ।

আজকে দেখাবো কিভাবে বাংলালিংক অপারেটর থেকে ১পয়সারও কম খরচে যে কোনো অপারেটরে কথা বলা যাবে।

এখন আপনার বাংলালিংক নাম্বার থেকে যে কোনো অপারেটরে কল করুন ১ পয়সা/সেকেন্ডের কম কল রেটে। রিচার্জ করুন ৳১৩৯, ৳৭৯, ৳৩৯ আর ভিন্ন মেয়াদে এই দারুণ ট্যারিফটি উপভোগ করুন।

অফারের বিস্তারিত:

  • সকল বাংলালিংক প্রিপেইড ও সিঅ্যান্ডসি গ্রাহকরা ৩৯ টাকা, ৭৯ টাকা ও ১৩৯ টাকার রিচার্জ অফারটির জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হবেন (আই-টপ আপ ছাড়া)
  • এই বিশেষ কল রেট শুধু লোকাল নাম্বারে কল করার জন্য প্রযোজ্য
  • ক্যাম্পেইন চলাকালীন সময় একাধিকবার এই অফার উপভোগ করা যাবে। একাধিক রিচার্জের ক্ষেত্রে বর্ধিত মেয়াদ প্রযোজ্য হবে
  • ১৩৯ টাকা, ৭৯ টাকা অথবা ৩৯ টাকা রিচার্জের সাথে সাথেই স্পেশাল কল রেট চালু হবে
  • স্পেশাল কল রেটটি বোনাস মিনিট বা বান্ডেল মিনিট–এর ক্ষেত্রে প্রযোজ্য না। বোনাস মিনিট বা বান্ডেল মিনিট আগে খরচ হবে
  • মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর পূর্ববর্তী অফার/প্যাকেজ প্রযোজ্য হবে
  • ৩৯ টাকা রিচার্জের-এর ক্ষেত্রে, ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *124*129#
  • অফারটি সীমিত সময়ের জন্য
  • VAT, SD, SC প্রযোজ্য

সংক্ষিপ্ত বিবরণী:

টাকা

এনিনেটট্যারিফ

মেয়াদ

অপ্টআউটকরতে ডায়াল

৩৯

০.৯পয়সা/সেকেন্ড

৭ দিন

*166*309#

৭৯

০.৯পয়সা/সেকেন্ড

১৫ দিন

*166*709#

১৩৯

০.৯পয়সা/সেকেন্ড

৩০ দিন

*166*154#

 

 

অন্য অপারেটর থেকে কিভাবে কম খরচে কথা বলবেন তা জানতে ক্লিক করুন

এবং www.youtube.com/c/allbanglatricks ইউটিউব চ্যানেলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন