1. ziaulhaquecpa@gmail.com : admin :
সোমবার, �&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;; অক্টোব� &#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;�&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;&#�&#�5533;&#�5533;33;, �&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;:&#�&#�5533;&#�5533;33;&#�5533; পূর্বাহ্�
  •                      

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

সোনারদেশ ২৪ ডেস্ক
  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • �&#�5533; বার পড়া হয়েছে

রাজনীতিঃ ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার (১২ জুন) মধ্যরাতে হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, হঠাৎ অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। রাত একটার কিছু আগে স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য ও সিনিয়র নেতা চেয়ারপারসনের গুলশানের বাসা ফিরোজায় যান। এরপর খালেদা জিয়াকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হন বিএনপি নেতারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ১টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি হাসপাতালে পৌঁছায়। এখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, খালেদা জিয়া শরীর কিছুটা খারাপ বোধ করায় রাতেই তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। রাত ১টা ২০ মিনিটের দিকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি হাসপাতালের দিকে রওনা হয়।

এর আগে ২৯ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচদিন হাসপাতালে ভর্তি থেকে ৪ মে বাসভবনে ফেরেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন