হবিগঞ্জ প্রতিনিধিঃ সোনারদেশ২৪:
হবিগঞ্জের চুনারুঘাটে পিকআপ, অটোভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চুনারুঘাট উপজেলার চুনারুঘাট সদর ইউনিয়নের চানভাঙ্গা তেমুনিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিশিড়ি গ্রামের নাজমা আক্তার (৪০), একই ইউনিয়নের লাদিয়া গ্রামের রুমেন মিয়া (৫৫)। এছাড়া হাসপাতালে নেয়ার পথে মারা যায় রাজাপুর এলাকার করিম মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৫)।
চুনারুঘাট থানার (ওসি) রাশেদুল হক বলেন, নিহতরা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী। তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ পিকআপ, সিএনজি অটোরিকশা ও অটোভ্যান জব্দ করেছে। তবে ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেছেন।
স্থানীয়রা জানান, চুনারুঘাটগামী একটি সিএনজি অটোরিকশা চাঁনভাঙ্গা এলাকায় পৌঁছালে একটি ভ্যান গাড়িকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে সিএনজি চালক রুমেল মিয়াকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।