1. ziaulhaquecpa@gmail.com : admin :
সোমবার, �&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;; অক্টোব� &#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;�&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;&#�&#�5533;&#�5533;33;, �&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;:&#�5533;� পূর্বাহ্�
  •                      

সমাবেশে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য প্রচার করা যাবে না: ডিএমপি

সোনারদেশ ২৪ ডেস্ক
  • আপডেট করা হয়েছে সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • &#�&#�5533;&#�5533;33;� বার পড়া হয়েছে

আইন ও অপরাধ ডেস্কঃ সোনারদেশ২৪:

রাজধানীর নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য দলটিকে অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বেশকিছু শর্ত সাপেক্ষে দলটিকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। সোমবার (৩১ জুলাই) ডিএমপি সদর দপ্তরের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। শর্ত সাপেক্ষে তাদের এই অনুমতি দেওয়া হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

এছাড়া বিএনপির সমাবেশে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির বক্তব্য প্রচার করা যাবে না বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন