1. admin@sonardesh24.com : admin :
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০১:৪৮ পূর্বাহ্ন
  •                      

শ্যুটিং থেকে বাড়ি ফেরার পথে সব শেষ! দুর্ঘটনায় প্রাণ হারালেন টেলি অভিনেত্রী

সোনারদেশ ২৪ ডেস্ক
  • আপডেট করা হয়েছে রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৭ বার পড়া হয়েছে
শনিবার রাতে শ্যুটিং সেরে অ্যাপ বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই বরানগর থানার কাছে লরি এসে ধাক্কা মারে বাইকটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

বিনোদন ডেস্কঃ সোনারদেশ২৪:

সড়ক দুর্ঘটনায় প্রয়াত টেলি অভিনেত্রী। বরানগরে লরির ধাক্কায় মৃত সুচন্দ্রা দাশগুপ্ত। জানা গিয়েছে, শনিবার রাতে শ্যুটিং সেরে অ্যাপ বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই বরানগর থানার কাছে লরি এসে ধাক্কা মারে বাইকটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

রবিবার রাত কলকাতা থেকে ডানলপের দিকে রাপিডো করে টেলি অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত (২৯) পানিহাটি রেলওয়ে পার্কে তাঁর বাড়িতে ফিরছিলেন । এই সময় বরানগর ঘোষপাড়া রোড এর কাছে একটি সাইকেল আচমকাই রাস্তা পার করে সেই দেখে  বাইকটি ব্রেক মারে ।

সেই সময় বাইকের পিছনে বসে থাকা সুচন্দ্রা পড়ে যান। পিছন দিক থেকে আসা একটি লরি তাঁর উপর দিয়ে চলে যায় । তার ঘাতক লরিটিকে আটক করেছে এবং তার চালককে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন