1. ziaulhaquecpa@gmail.com : admin :
  2. : wp_update-1697791645 :
শনিবার, �� ডিসেম্বর &#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;�&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;&#�&#�5533;&#�5533;33;, ��:&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;� পূর্বাহ্�
  •                      

লাগেজে মিলল মানুষের শরীরের ৮টি খণ্ড

সোনারদেশ ২৪ ডেস্ক
  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • &#�&#�5533;&#�5533;33;&#�5533; বার পড়া হয়েছে

সোনারদেশ২৪: ডেস্কঃ  

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে একটি লাগেজভর্তি কসটেপ মোড়ানো মাথাবিহীন মানুষের শরীরের ৮টি খণ্ড উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে ১২ নম্বর ঘাট এলাকা রাস্তার পাশে পড়ে থাকা একটি লাগেজ থেকে এসব খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। মাথা ও শরীরবিহীন খণ্ডিত অংশগুলো পুরুষ মানুষের বলে ধারণা করা হচ্ছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসাইন বলেন, ১২ নম্বর ঘাট সংলগ্ন বিমানবন্দর সড়কের একটি গলির ভেতর রাস্তার পাশে ঝোপে কফি রঙের লাগেজটি ফেলে রাখা হয়েছিল। স্থানীয় এক নারী ঝোপে লাগেজ দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে তা খুলে হাত-পায়ের খণ্ডিত অংশগুলো দেখতে পায়।

‘লাগেজে শরীরের আটটি টুকরো পাওয়া গেছে। শরীর থেকে মাথা সম্পূর্ণ বিচ্ছিন্ন। লাগেজে শরীরের অন্যান্য অংশ থাকলেও মাথা ছিল না। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যার পর টুকরো টুকরো করে লাগেজে ভরে ফেলে গেছে। যে স্থানে লাগেজটি ফেলে রাখা হয়েছিল সেটি মূল সড়ক থেকে একটু ভেতরে সরু গলি। হাত-পাগুলো আট টুকরো করে কেটে কসটেপ মুড়িয়ে লাগেজে ভরা হয়েছিল। লাগেজের ভেতর শার্ট এবং লুঙ্গিও ছিল।’

নিহতের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য এবং ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন