1. admin@sonardesh24.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৫:৪০ অপরাহ্ন
  •                      

রানি দ্বিতীয় এলিজাবেথকে যুক্তরাষ্ট্রে হত্যার পরিকল্পনা করা হয়েছিল: এফবিআই

সোনারদেশ ২৪ ডেস্ক
  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ সোনারদেশ২৪:

রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৮৩ সালে যখন যুক্তরাষ্ট্রে সফরে যান। সেই সময় তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এফবিআই প্রকাশিত সাম্প্রতিক কিছু নথিতে এ তথ্য উঠে এসেছে

রানিকে এ হত্যার পরিকল্পনা করেন নর্দান আয়ারল্যান্ডে রাবার বুলেটে মারা যাওয়া এক মেয়ের বাবা। মেয়ে হত্যার প্রতিশোধ নিতেই তিনি এ পরিকল্পনা করেন।

নথির তথ্যানুযায়ী, ওই ব্যক্তি রানি এলিজাবেথের ক্ষতি করার চেষ্টা করবে। সেটি হতে পারে যখন গোল্ডেন গেট ব্রিজের নিচ দিয়ে রানির রাজকীয় ইয়ট ব্রিটানিয়া যাবে ঠিক তখন। এ সময় উপর থেকে কিছু ফেলে, অথবা রানি যখন ইয়োসেমেতি ন্যাশনাল পার্ক পরিদর্শনে যাবে তখন তাকে হত্যার চেষ্টা করবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই প্রয়াত রানির যুক্তরাষ্ট্র সফর ঘিরে বেশ কিছু গোপন নথিপত্র প্রকাশ করেছে।

এসব নথিতে দেখা যায়, আইরিশ রিপাবলিকান আর্মি-আইআরএ থেকে পাওয়া হুমকিতে অনেক উদ্বিগ্ন ছিল রাজপরিবারের নিরাপত্তায় নিয়োজিত থাকা এফবিআই।

নথি অনুযায়ী, এক পুলিশ অফিসার নিয়মিত সান ফ্রান্সিসকোর একটি আইরিশ পাবে যেতেন, সেখানে পরিচিত হওয়া একজনের কাছ থেকে পাওয়া একটি ফোন কল থেকে রানির হত্যার পরিকল্পনার তথ্য পেয়ে তিনি গোয়েন্দাদের সতর্ক করে দেন।

এ হুমকি আসে ১৯৮৩ সালের ৪ ফেব্রুয়ারি রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপের ক্যালিফোর্নিয়া আসার প্রায় মাস খানেক আগে।

এ হুমকির প্রেক্ষিতে সিক্রেট সার্ভিস ইয়ট কাছাকাছি আসতেই গোল্ডেন গেট ব্রিজে হাঁটার রাস্তা বন্ধ করে দেয়। আর ইয়োসেমেতি পার্কে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটা অবশ্য পরিষ্কার নয়, তবে রানি সেখানে পরিদর্শনে যান।

ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল কি না সে ব্যাপারে অবশ্য এফবিআই কিছু প্রকাশ করেনি।

তথ্য অধিকার আইনে যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যম আবেদন করলে ১০২ পৃষ্ঠার এ গোপন নথি এফবিআইয়ের তথ্য ওয়েবসাইট টু দ্য ভল্টে আপলোড করা হয়।

সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন