1. ziaulhaquecpa@gmail.com : admin :
মঙ্গলবার, &#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;� সেপ্টেম্বর &#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;�&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;&#�&#�5533;&#�5533;33;, ��:&#�&#�5533;&#�5533;33;&#�5533; অপরাহ্�
  •                      

রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল ঘোষণা আফগানিস্তানের

সোনারদেশ ২৪ ডেস্ক
  • আপডেট করা হয়েছে বুধবার, ৭ জুন, ২০২৩
  • &#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;; বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ সোনারদেশ২৪:

বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের আগে পুর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানিস্তান। তবে শুরুতেই খেলা একমাত্র টেস্টের পর ঈদুল আজহার বিরতিতে যাবে তারা।

এরপর খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। ইতোমধ্যে একমাত্র টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে দেশটি।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটির জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। যেখানে অধিনায়ক হিসেবে থাকবেন হাসমতউল্লাহ শহীদি। থাকছেন না দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রশিদ খান।

দীর্ঘ সময় ধরে আইপিএল খেলার পর ইনজুরিতে পড়েন রশিদ। এরপর সেরেও ওঠেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে দেখা যায় তাকে। তবে বাংলাদেশের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন এই আফগান এই লেগ স্পিনার।

একনজরে আফগানিস্তান স্কোয়াড: হাসমতউল্লাহ শহীদি, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, নাসির জামাল, রহমত শাহ, বাহের শাহ মাহবুব, আফসার জাজাই, ইকরাম আলিখেল, করিম জানাত, জহির খান পাকতিন, হামজা হোতাক, ইজহারউল্লাহ হক নাভিদ, ইব্রাহিম আব্দুলরাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসুদ।

রিজার্ভ: নুর আলী, জিয়া আকবার, আজমত অমরজাই, সায়েদ শিরজাদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন