1. admin@sonardesh24.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৪:৪৪ অপরাহ্ন
  •                      

মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে

সোনারদেশ ২৪ ডেস্ক
  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৩৫৫ বার পড়া হয়েছে

মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আমরা, হয়তো ভাঙেনি ঘুম!
তাসের আড্ডা ছেড়েছি ঠিকই, করিনি ওযু-তায়াম্মুম!

কেন যেন মিলে যায় আমাদের বুলি
কেন যেন মিলে যায় আমাদের কাজগুলি
যারা নিজেদের পাপের দরুন ডেকে এনেছিলো ধ্বংস, যারা আজ ভবে পরিচিত চির নির্বংশ!
ঔদ্ধত্য থামেনি যাদের গজবের মাঝে দাঁড়িয়ে,
পাপের সাগরে হাবুডুবু খেতে সত্যকে মাড়িয়ে!

ঘরে বসে খিল এঁটে বলি তারে যুদ্ধ,
দিলটাকে করিনি আজো মোরা শুদ্ধ!
যখন পৃথিবীর পরাশক্তি খায় হামাগুড়ি,
তখন অনায়াসে বলে যাই নিজ বাহাদুরি!

থাম! থাম! মুসলিম! বাজে অমানিশা ঘণ্টা,
নেককাজে লাগা তবে মরিচার মনটা।
চারপাশে ঘোরে ফেরে মরণের দিনটা!
কানে বাজে যেন ঐ চাপা উৎকণ্ঠা!

হাক ছেড়ে ডেকে বল, হে মালিক! হে মালিক!
আজ মুখ ফিরালাম যে শুধু তোমারি দিক।
ক্ষমা করো, করো ক্ষমা, আমাদের আমাদের।
খুলে দাও দরজা তোমারি রহমের।
তোমারি করুণায় করোনা তুলে নাও,
তোমারি ঘরে মোদের ঠাঁই করে দাও।।

লেখকঃ আবুবকর সিদ্দীক আদদাই

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন