1. ziaulhaquecpa@gmail.com : admin :
সোমবার, �&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;; অক্টোব� &#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;�&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;&#�&#�5533;&#�5533;33;, �&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;:&#�&#�5533;&#�5533;33;� পূর্বাহ্�
  •                      

ভাটারায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

সোনারদেশ ২৪ ডেস্ক
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • &#�&#�5533;&#�5533;33;&#�5533; বার পড়া হয়েছে

সোনারদেশ২৪: ডেস্কঃ  

রাজধানীর ভাটারায় সড়ক দুর্ঘটনায় ইমরান শিকদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে ভাটারা কোককোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমরান বরগুনার বেতাগীর যবখালি গ্রামের তোফায়েল শিকদারের ছেলে। বর্তমানে তিনি ভাটারা নতুনবাজার বালুরমাঠ এলাকায় থাকতেন এবং ভাটারা বালুর মাঠ এলাকায় একটি প্লাস্টিক বোতল কারখানায় কাজ করতেন।

ইমরানের ভাই মনির হোসেন জানান, ইমরান ভাটারা একটি বোতল কারাখানায় চাকরি করতেন। যতটুক প্রাথমিকভাবে জানা গেছে, কোকোকোলা মোড় এলাকায় ইমরান সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে হাসপাতালে মারা যায়। ঘটনার সময় তার পকেটে কারখানার একটি কার্ড ছিল। সেই কার্ডের সূত্র ধরে দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। তবে কোনো যানবাহনের ধাক্কায় সে মারা গেছে এটা জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ভাটারা থানায় জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন