1. ziaulhaquecpa@gmail.com : admin :
সোমবার, �&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;; অক্টোব� &#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;�&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;&#�&#�5533;&#�5533;33;, &#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;:&#�&#�5533;&#�5533;33;� পূর্বাহ্�
  •                      

ব্যাংকে এক পরিবারের ৩ জনের বেশি পরিচালক নয়

সোনারদেশ ২৪ ডেস্ক
  • আপডেট করা হয়েছে বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • &#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;; বার পড়া হয়েছে

অর্থনীতি-ব্যবসা ডেস্কঃ সোনারদেশ২৪:

এক পরিবার থেকে তিন জনের বেশি ব্যাংকের পরিচালক হতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩-এর ১৫(১০) ধারা পরিপালনের বিষয়ে গত ২৬ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এবং এ তারিখ থেকে কার্যকর ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সালের ১৩ নম্বর আইন)-এর প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (সংশোধন ২০১৮) এর ১৫(১০) ধারায় কোনও একক পরিবার থেকে চার জনের বেশি সদস্য একই সময় কোনও ব্যাংক কোম্পানির পরিচালক পদে অধিষ্ঠিত থাকবে না মর্মে উল্লেখ ছিল। ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩-এ ধারা ১৫-এর উপধারা (১০) নিম্নরূপভাবে সংশোধন করা হয়েছে—আপাতত বলবৎ অন্য কোনও আইন অথবা কোনও ব্যাংক-কোম্পানির সংঘ বা স্মারক বা সংঘবিধিতে যা কিছুই থাকুক না কেন, কোনও একক পরিবার থেকে ৩ জনের বেশি সদস্য একই সময় কোনও ব্যাংক কোম্পানির পরিচালক পদে অধিষ্ঠিত থাকবে না।

এ অবস্থায় ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩-এর ধারা ১৫-এর উপধারা (১০)-এর উদ্দেশ্য পূরণকল্পে কোনও ব্যাংক-কোম্পানির পরিচালকের পদত্যাগ করা আবশ্যক হলে পরিচালকদের মধ্য থেকে কোন পরিচালক এই পদ ত্যাগ করবেন, তা পরিচালকদের পারস্পরিক সমঝোতার মাধ্যমে নির্ধারিত হবে এবং পারস্পরিক সমঝোতায় উপনীত হতে ব্যর্থ হলে—তা পরিচালনা পর্ষদের সভায় লটারি অনুষ্ঠানের মাধ্যমে নির্ধারণ করতে হবে।

স্বল্পতম সময়ের মধ্যে এক পরিবার থেকে পরিচালকের সংখ্যা তিন জনে নামিয়ে এনে বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ডিভিশন-২-কে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন