1. ziaulhaquecpa@gmail.com : admin :
সোমবার, �&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;; অক্টোব� &#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;�&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;&#�&#�5533;&#�5533;33;, &#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;:�� পূর্বাহ্�
  •                      

ফের কমল প্রবাসী আয়

সোনারদেশ ২৪ ডেস্ক
  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • &#�&#�5533;&#�5533;33;� বার পড়া হয়েছে

অর্থনীতি-ব্যবসা ডেস্কঃ সোনারদেশ২৪:

জুনে প্রবাসী আয় বাড়লেও জুলাইয়ে ফের নিম্নগতি দেখা দিয়েছে। নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯৭ কোটি ৩০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা) যার পরিমাণ ২১ হাজার ৪০৭ কোটি টাকা।

যা জুনের তুলনায় ২২ কোটি ৬০ লাখ ডলার কম। জুনে রেমিট্যান্স এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার।

মঙ্গলবার (১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই মাসে রেমিট্যান্স আয় এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। ফলে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স আয় কমেছে ৫ দশমিক ৮৮ শতাংশ। গত জুন মাসে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছিল প্রায় ২০ শতাংশ।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত দামের চেয়ে বেশি দামে রেমিট্যান্স আয় কেনা বন্ধ করে দিয়েছিল ব্যাংকগুলো। তবে ডলার-সংকটের কারণে ও বিদেশি ব্যাংকগুলোর দেনা শোধের চাপের কারণে বিদায়ী মাসে তদারকি অনেকটা শিথিল ছিল। ফলে কিছু ব্যাংক নির্ধারিত দামের চেয়ে বেশি দাম দিয়ে রেমিট্যান্স আয়ের ডলার কেনে। এতে রেমিট্যান্স আয় বেড়ে যায়। তবে তদারকি জোরদার করায় আবার রেমিট্যান্স আয় কমে গেছে।

দেশে দীর্ঘ সময় ধরে চলা ডলার-সংকট এখনো চলছে। তবে রেমিট্যান্স আয় বৈধ পথে দেশে আনার জন্য চেষ্টা জোরদার করা হয়েছে। প্রবাসী আয়ে এখন ব্যাংকগুলো ডলারপ্রতি ১০৯ টাকা দাম দিচ্ছে। রপ্তানি বিল নগদায়নে প্রতি ডলারের বিপরীতে দাম এখন ১০৮ টাকা ৫০ পয়সা এবং আমদানি ও আন্তব্যাংক লেনদেনে সর্বোচ্চ ১০৯ টাকা ৫০ পয়সা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন