1. ziaulhaquecpa@gmail.com : admin :
সোমবার, �&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;; অক্টোব� &#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;�&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;&#�&#�5533;&#�5533;33;, �&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;:&#�&#�5533;&#�5533;33;&#�5533; পূর্বাহ্�
  •                      

দ. আফ্রিকা দলে ‘বেবি এবি’

সোনারদেশ ২৪ ডেস্ক
  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • &#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;; বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ সোনারদেশ২৪:

জাতীয় দলের দরজা খুলে গেল দক্ষিণ আফ্রিকার ‘বেবি এবি’ খ‌্যাত ডেওয়ার্ড ব্রেভিসের। প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে ব‌্যাটিংয়ে অবিশ্বাস‌্য মিল থাকায় ব্রেভিসকে ডাকা হয় ‘বেবি এবি’ নামে। দারুণ প্রতিশ্রুতিশীল এ ক্রিকেটারকে ডি ভিলিয়ার্স নিজেও গাইড করেন। তাতে ব্রেভিস হয়ে উঠেছেন আরো পরিপক্ক।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচ ম‌্যাচ ওয়ানডে সিরিজের জন‌্য ২০ বছর বয়সী ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে। দুই সংস্করণের দলেই আছেন ব্রেভিস। জাতীয় দলে ডাক পাওয়ার আগে ডানহাতি ব‌্যাটসম‌্যান একাধিক ফ্রাঞ্চাইজি লিগে খেলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলেছেন ক‌্যারিয়ান প্রিমিয়ার লিগেও।

ব্রেভিস যে পরিবর্তী সুপারস্টার হতে যাচ্ছেন তা যুব ক্রিকেট থেকেই বোঝা যাচ্ছিল। ২০২২ যুব বিশ্বকাপে ৬ ম‌্যাচে ৮৪.৩৩ গড়ে ৫০৬ রান করেছিলেন ব্রেভিস।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য তাকে প্রস্তুত করাই নির্বাচকদের মূল উদ্দেশ‌্য। দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘তাকে একটা সুযোগ দেওয়া হবে দারুণ। সে আমাদের আগামীর তারকা। আমরা আমাদের বহর একটু বাড়াতে চাই এবং এই অস্ট্রেলিয়া সিরিজ হবে তার সামর্থ্যের প্রমাণ দেওয়ার দারুণ সুযোগ। আমি তাকে বেবি এবি (ডি ভিলিয়ার্স) ডাকছি না। আমরা এবিকে এবি রাখতে চাই। সে (ব্রেভিস) বেশ ভালো। তার নিজেকে প্রকাশ করার জন্য একটা পরিবেশ তৈরি করতে চাই।’

অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে নতুন মুখ আছেন আরও দুইজন-ব্যাটসম্যান ডোনাভান ফেরেইরা ও ম্যাথু ব্রিটসকি। দুই জনকেই রাখা হয়েছে টি-টোয়েন্টি দলে।

আগামী ৫ সেপ্টেম্বর বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করবে দক্ষিণ আফ্রিকা, ওয়ানডে সিরিজের আগে। তবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দলে পরিবর্তনের সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি শুরু আগামী ৩০ আগস্ট। ওয়ানডে সিরিজ শুরু ৭ সেপ্টেম্বর থেকে।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: এইডেন মারক্রাম (অধিনায়ক), টেম্বা বাভুমা, ম্যাথু ব্রিটসকি, ডেওয়াল্ড ব্রেভিস, জেরল্ড কুটসিয়া, ডোনাভান ফেরেইরা, বিয়ন ফোরটান, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, সিসান্ডা মাগালা, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিডি, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, লিজাড উইলিয়ামস ও রাসি ফন ডার ডাসেন।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরল্ড কুটসিয়া, কুইন্টন ডি কক, বিয়ন ফোরটান, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লসেন, সিসান্ডা মাগালা, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, তাবরাইজ শামসি, ওয়েইন পার্নেল, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস ও রাসি ফন ডার ডাসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন