1. ziaulhaquecpa@gmail.com : admin :
সোমবার, �&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;; অক্টোব� &#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;�&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;&#�&#�5533;&#�5533;33;, &#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;:&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;� পূর্বাহ্�
  •                      

খুলনায় সিটি নির্বাচন শেষ, লোডশেডিং শুরু

সোনারদেশ ২৪ ডেস্ক
  • আপডেট করা হয়েছে বুধবার, ১৪ জুন, ২০২৩
  • &#�5533;&#�&#�5533;&#�5533;33; বার পড়া হয়েছে

রাজনীতিঃ ডেস্কঃ

সিটি কর্পোরেশন (কেসিসি নির্বাচন শেষ হওয়ার পর দিন থেকেই খুলনায় লোডশেডিং শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বুধবার (১৪ জুন) দুপুরে খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তারা এমন মন্তব্য করেন।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। বক্তৃতা করেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

তারা বলেন, গত ১২ জুনের নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছুদিন খুলনায় লোডশেডিং ছিল না। কারণ আমাদের এখন যিনি খুলনার মেয়র হয়েছেন, তিনি নিজের স্ত্রীকে ( পরিবেশ ও বন উপমন্ত্রী) ফোন দিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলতে বলেছিলেন। উনি তখন বলেছিলেন আমি ভোট পাব কই, খুলনায় তো কারেন্ট থাকে না, মানুষ আমারে ভোট দেবে না। আমরা তখন বলেছিলাম নির্বাচনকে সামনে রেখে এই কথাগুলো বলা হচ্ছে। ঠিক সেই কাজটি করা হয়েছে। গতকাল (১৩ জুন) থেকেই লোডশেডিং শুরু হয়েছে। আজকেই তার প্রমাণ আপনারা অসহ্য গরমের মধ্যে কেউ বসতেও পারছেন না। বিদ্যুৎ খাতে লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।

অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার (১৬ জুন) বিকেল ৩টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে খুলনা মহানগর বিএনপি পদযাত্রা করবে। সেই কর্মসূচি সফল করতে ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম মনা উল্লেখ করেন, বর্তমান অবৈধ সরকার তাদের আমলা প্রশাসন ও দলীয় মন্ত্রী-এমপি-নেতারা দেশটাকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। সীমাহীন লুটপাট ও বিদেশে পাচারের কারণে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার উপক্রম। গণমানুষের আস্থার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরু থেকেই সরকারের অনিয়ম দুর্নীতি দুঃশাসন ও লুটপাটের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক

গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচি পালন করছে। কর্মসূচি পালন করার মাশুল হিসেবে ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিবাদী শাসক গুম-খুন-অপহরণ-মিথ্যা মামলায় গ্রেফতার, হয়রানি ও নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে এবং এখনও যা অব্যাহত আছে।

প্রেস ব্রিফিংয়ে  উপিস্থিত ছিলেন মহানগর বিএনপির নেতা স. ম. আব্দুর রহমান, বেগম রেহেনা ঈসা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে. এম. হুমায়ূন কবীর, হাফিজুর রহমান মনি, আবু মো. মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, আব্দুর রাজ্জাক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন