1. ziaulhaquecpa@gmail.com : admin :
সোমবার, �&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;; অক্টোব� &#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;�&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;&#�&#�5533;&#�5533;33;, &#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;:&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;� পূর্বাহ্�
  •                      

ওমরাহ পালন করলেন বেনজেমা-মানে

সোনারদেশ ২৪ ডেস্ক
  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • &#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;; বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ সোনারদেশ২৪:

এই গ্রীষ্মেই ইউরোপের ফুটবল ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন করিম বেনজেমা ও সাদিও মানে। ভিন্ন দলে যোগ দিলেও একই সময়ে ওমরাহ পালন করেছেন দুজনেই।

সামাজিক যোগাযোগের মাধ্যম ওমরাহ পালনের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা। অন্যদিকে সেনেগালিজ উইঙ্গার মানের ওমরাহ পালনের খবর জানিয়েছে ‘খালিজ টাইমস’।

স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ছেড়ে এই মৌসুমেই আল ইত্তিহাদে যোগ দিয়েছেন বেনজেমা। এই ক্লাবের জার্সিতে সৌদি প্রো লিগে দারুণ সময় কাটছে তার। আলজেরিয়ান বংশোদ্ভূত ফরাসি এই ফুটবল তারকা একজন ধার্মিক মুসলিম হিসেবেই পরিচিত।

গতকাল সোমবার মুসলমানদের পবিত্র ধর্মীয় স্থান মক্কায় ওমরাহ পালন করেছেন বেনজেমা। তার পোস্ট করা ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘মাশাল্লাহ, সেরাদের সেরা। আলহামদুলিল্লাহ্। ‘

ইহরাম পরা অবস্থায় কাবা শরিফ তাওয়াফ করার সময় নিজেই ভিডিও করেছেন বেনজেমা। পোস্ট করা ভিডিওর ক্যাপশনে তিনি ফরাসি ভাষায় যা লিখেছেন যা বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় ‘খুবই খুশি। ‘ এরইমধ্যে ভিডিওটি মিলিয়নের ওপর ভিউ হয়েছে।

এর আগে ২০১৬ সালে সৌদি আরব সফরের সময়ও ওমরাহ পালন করেছেন বেনজেমা।

অন্যদিকে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ছেড়ে সদ্যই সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন মানে। গত বৃহস্পতিবার এই ক্লাবের জার্সিতে অভিষেকের কয়েক ঘণ্টা পরেই ওমরাহ পালন করতে যান তিনি। তার সঙ্গে এসময় আরও কয়েকজন মুসলিম সতীর্থ ছিলেন, যাদের মধ্যে আরসি লেন্সের সাবেক অধিনায়ক সেকো ফোফানা অন্যতম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন