1. ziaulhaquecpa@gmail.com : admin :
মঙ্গলবার, &#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;� সেপ্টেম্বর &#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;�&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;&#�&#�5533;&#�5533;33;, ��:&#�&#�5533;&#�5533;33;&#�5533; অপরাহ্�
  •                      

আমার থু থু না চাইটা যেন সিনেমার কথাটাও বলে: পরীমণি

সোনারদেশ ২৪ ডেস্ক
  • আপডেট করা হয়েছে সোমবার, ৫ জুন, ২০২৩
  • &#�&#�5533;&#�5533;33;� বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ সোনারদেশ২৪:

গ্ল্যামার কন্যা’খ্যাত চিত্রনায়িকা পরীমণির সংসার জীবনের টানাপোড়েন এখন আর কারো অজানা নয়। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল ভাঙনের সুর। পরীমণির স্বামী শরীফুল রাজকে জড়িয়ে অপ্রীতিকর ঘটনা চলচ্চিত্রপাড়ায় এখন আলোচিত বিষয়। সম্প্রতি কয়েকজন নায়িকার সঙ্গে রাজের ভিডিও ও স্থিরচিত্র প্রকাশ্যে আসে। এ নিয়ে শুরু হয় রাজ-পরীর বাকযুদ্ধ।

এদিকে চলচ্চিত্র নির্মাতা দীপঙ্কর দীপনের দেয়া এক ফেসবুক স্ট্যাটাস শেয়ার করে পরীমণি এই নির্মাতাকে উদ্দেশ্য করে লিখেছেন: ১০ দিন যে জামাই বাসা ছেড়ে গেছে এটা তো আপনার সিনেমার নায়িকার কারণেই জানাজানি হইলো ভাইয়া! সিনেমা ফ্যাক্ট আবার কারোর ঘারে চেপে লাইম লাইটে আসাটাও ফ্যাক্ট! যেটা আপনার সিনেমার এই মেয়েটা করলো। সবখানে লাফাতে লাফাতে গিয়ে ইন্টারভিউ দিচ্ছে। এতো ডাক তো তার কোনো কালে আর আসে নাই। এখন বইলেন খালি আমার থু থু না চাইটা যেন সিনেমার কথাটাও ঠিকমতো বলে। আপনার কিন্তু আরো বড় শিল্পীরা আছেন এই সিনেমায় তাদের এখনো ওনার মতো প্রমোশনে যেতে দেখেনি। নাকি সব দ্বায়িত্ব এবার এই একজনেরই?

পরী আরো লিখেছেন: আপনার সাথে তো আমার পার্সোনালি অনেক ভালো সম্পর্ক! এতো বড় স্ট্যাটাস লিখতে পারলেন অথচ আমাকে একটা কল করে কিছু বলতে পারলেন না! আফসোস! আর এমন তুচ্ছ করে তুচ্ছ লিখবেন না আর প্লিজ ভাইয়া। জীবন সিনেমার কাছে তুচ্ছ করে দেয়া কোনো মেকারের সাথে যায় না। জীবন দামি- সবথেকে দামি।

নির্মাতা দীপঙ্কর দীপর তার স্ট্যাটাসে লিখেছিলেন: ভাই ও বোন প্লীজ থামেন। প্লীজ আমাদের ক্ষমা করে দেন। একবার না বারবার এসব হচ্ছে। নিজেদের টাকা ও ব্যক্তিগত জীবন নষ্ট করে, দিনরাত অপরিসীম কষ্ট করে একটা একটা কনটেন্ট বানিয়ে নিয়ে আসি, দর্শককে সামনে উপস্থাপন করি, তখনই আপনাদের ব্যক্তিগত জীবনের নানা কাহিনী সামনে চলে আসে। সিনেমার কনটেন্টের থেকে দর্শকদের আগ্রহ চলে যায় আপনাদের প্রেম, বিয়ে, বিচ্ছেদ, সন্তান এসব দিকে, যা সামনে আসারই কথা না। একবার না বারবার হচ্ছে এসব- সত্যি আমি টায়ার্ড, আপসেট।

দীপঙ্কর দীপন সাংবাদিক ও দর্শকদের এসব এড়িয়ে চলার অনুরোধ করেন। এদিকে পরীমণি আজ সন্ধ্যায় ফেসবুক লাইভে আসবেন বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন