1. admin@sonardesh24.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৫:৪৭ অপরাহ্ন
  •                      

আজকের রাশি I ২৭ মে

সোনারদেশ ২৪ ডেস্ক
  • আপডেট করা হয়েছে শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২২ বার পড়া হয়েছে

রাশি ডেস্কঃ সোনারদেশ২৪:

মেষ
পুরস্কৃত হচ্ছেন আজ। যা প্রাপ্য ছিল আপনার।
বৃষ
অপূর্ব একটি দিন। এমন দিন খুব কমই আসে।
মিথুন
কাজের ফিডব্যাক পাবেন। কী বুঝলেন?
কর্কট
অলস সময় কাটবে আজ। প্রয়োজনীয় কিছু কাজ কি করা যায়?
সিংহ
একঝলক আনন্দ এসে ভর করবে আজ। স্বস্তিও আসবে এক ঝুড়ি।
কন্যা
আচমকা কোনো সিদ্ধান্ত ভাবিয়ে তুলবে। খুব সচেতন থাকতে হবে।
তুলা
কিছু একটার পূর্বাভাস পাবেন। সমঝে চলুন।
বৃশ্চিক
মানসিকভাবে বেশ চাঙা থাকবেন আজ। মুডটাকে অর্থবহ করে তুলুন।
ধনু
বিকল্প পথে হাঁটতে হতে পারে আজ। প্রস্তুতি তো আগেই ছিল।
মকর
পুরো দিনটায় অনায়াস ছন্দে থাকবেন। বাহ্।
কুম্ভ
একধরনের শূন্যতা টের পাবেন। এটা কি পূরণ করা যায়?
মীন
দারুণ মিস করবেন কাউকে। হঠাৎ এমন হলো কেন?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন