1. ziaulhaquecpa@gmail.com : admin :
মঙ্গলবার, &#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;� সেপ্টেম্বর &#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;�&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;&#�&#�5533;&#�5533;33;, ��:�&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;; অপরাহ্�
  •                      

আজকের রাশিফল I ৩ আগস্ট

সোনারদেশ ২৪ ডেস্ক
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • &#�&#�5533;&#�5533;33;� বার পড়া হয়েছে

রাশি ডেস্কঃ সোনারদেশ২৪:

আজ, ৩ আগস্ট  ২০২৩। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?

মেষ
অভিজ্ঞ ব্যক্তির উপদেশ মেনে চলুন। ফল পাবেন।
বৃষ
সজ্জন ব্যক্তির সহায়তায় বৈষয়িক সমস্যার সমাধান হবে।
মিথুন
উদাসীনতা কিংবা গাফিলতি আজ মোটেই করা যাবে না।
কর্কট
একটা মানসিক ধাক্কা খেতে পারেন। সামলে ওঠার ক্ষমতা কিন্তু আছে আপনার।
সিংহ
যোগাযোগের দক্ষতায় আজ সাফল্য আসতে পারে।
কন্যা
অন্য রকম কোনো কিছুকে নিজের মতো করে নিতে হবে আজ।
তুলা
একটু অসাবধানতায় শারীরিক সমস্যা হতে পারে।
বৃশ্চিক
ভাবুক ভাইরাসে বেশ ভুগবেন। রোগমুক্তির সঙ্গে কোনো চিন্তা চেপে বসবে।
ধনু
দিনের সমস্ত আলো আজ আপনার ওপর। চোখ যেন না ধাঁধিয়ে যায়।
মকর
উপলব্ধির জায়গাটা নাড়া খাবে। ইতিবাচকই হতে পারে কিছু।
কুম্ভ
দুঃসহ সময়ের শেষ হচ্ছে আজ। শান্তি, শান্তি আর প্রশান্তি।
মীন
ভুল-বোঝাবুঝি বেশ পীড়া দেবে। তা কাটিয়ে উঠতেও পারবেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন