1. ziaulhaquecpa@gmail.com : admin :
সোমবার, �&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;; অক্টোব� &#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;�&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;&#�&#�5533;&#�5533;33;, �&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;:&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33; পূর্বাহ্�
  •                      

আজকের রাশিফল I ২৪ আগস্ট

সোনারদেশ ২৪ ডেস্ক
  • আপডেট করা হয়েছে বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • &#�&#�5533;&#�5533;33;&#�5533; বার পড়া হয়েছে

রাশি ডেস্কঃ সোনারদেশ২৪
আজ, ২৪ আগস্ট ২০২৩। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?

মেষ
যেকোনো মূল্যে ঘরটা আগলে রাখবেন। আপনার সেই শক্তিটা আছে, এর প্রমান বহুবার দিয়েছেন।
বৃষ
বড্ড চাপে আছেন। মজার ব্যাপার হচ্ছে, খানিক চাপে থাকাটা বেশ উপভোগও করেন আপনি।
মিথুন
আপনি যেটাকে সংকট ভাবছেন, তা আসলে সাময়িক অসুবিধা মাত্র। মহৎ কিছু একটা শুরু করতে যাচ্ছেন আপনি। বাধা তো আসবেই।
কর্কট
কিছু একটা ব্যাপারে খাপে খাপ মিলছে না। একঘেয়েমিটাও পিছু লেগে আছে বহুদিন ধরে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এসবের কারণ জানা সত্ত্বেও গা করছেন না আপনি। সময়মতো সিদ্ধান্ত না নিলে পস্তাবেন।
সিংহ
হুটোপুটি বন্ধ করে এ মাসটায় বেশ স্থির খামখেয়ালি কিছু সিদ্ধান্ত নিতে মন চাইবে আপনার। আবেগের সঙ্গে যুক্তির যোগ থাকা চাই।
কন্যা
আচমকা কিছু ব্যাপারে খানিকটা বিক্ষিপ্ত সময় কাটবে। আলস্যকে ঘরে ঢুকতে দেবেন না
তুলা
কী বললাম সেটা গুরুত্বপূর্ণ, বলার ভঙ্গিটা তার চেয়েও গুরুত্বপূর্ণ। ছোটখাটো একটা ধাক্কা কিছুটা বিচলিত করতে পারে; দমবার পাত্র নন আপনি। উল্টো গতি বেড়ে যাবে আপনার, শুধু সামলে চলুন।
বৃশ্চিক
কারা আপনার বন্ধু আর কারা নয়- তা বোঝার ক্ষেত্রে এ দিনটা লিটমাস পেপার হিসেবে কাজ করবে।
ধনু
মোটামুটি ফুরফুরে মেজাজে দিনটা কাটবে। প্রিয়জনের সঙ্গে কুড়কুড়ে কিছু সময় কাটানোর অবকাশও মিলবে।
মকর
ধাক্কাটা পাবেন কাছের মানুষের কাছ থেকেই। চুরমার হওয়ার কিছু নেই। এর চাইতে বাজে সময়ও পার করেছেন আপনি।
কুম্ভ
ঢোল পেটানো কিছু লোকের পাল্লায় পড়তে পারেন, শব্দই সার। ভুল বুঝে যাকে দূরে সরিয়ে রেখেছেন তাকে নতুনভাবে পাবেন।
মীন
ছন্দের সঙ্গে আজ যোগ হবে সাহসও। যে ব্যাপারটা নিয়ে দুশ্চিন্তায় আছেন তা আপনাতেই মিলিয়ে যাবে। অল্প সময়ের জন্য মনটা ভার হয়ে থাকবে। সত্যটা সহজভাবে নিন, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন