1. admin@sonardesh24.com : admin :
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০১:৩৯ পূর্বাহ্ন
  •                      

আজকের রাশিফল I ২৩ মে

সোনারদেশ ২৪ ডেস্ক
  • আপডেট করা হয়েছে সোমবার, ২২ মে, ২০২৩
  • ৪৭ বার পড়া হয়েছে

রাশি ডেস্কঃ সোনারদেশ২৪:

মেষ
অনিচ্ছা সত্ত্বেও কিছু একটা করতে হবে আজ। সব কি আর ইচ্ছানুযায়ী হয়?
বৃষ
আক্ষেপ বাদ দিয়ে কাজটুকু করুন। ফল দেবে।
মিথুন
প্রেমবিষয়ক জটিলতার অবসান হচ্ছে। ফুরফুরে থাকুন।
কর্কট
বেশ কাটবে দিনটা। মজায় ভরপুর দিনখানা।
সিংহ
অসম্মতিটা পোক্ত হবে আজ। ম্যানেজ করে চলার দিন।
কন্যা
বিব্রত করার চেষ্টা করতে পারে কেউ। সাবধান।
তুলা
আশ্চর্য হবেন বেশ। তবু সাবলীলভাবে আপনার কাজটিই করুন।
বৃশ্চিক
আজগুবি কিছু সমস্যা ভিড় করবে। সচেতন সমাধান কাম্য।
ধনু
ঝুমঝুম আনন্দের দিন। এক রত্তি বেদনা নেই।
মকর
আড়চোখে না তাকিয়ে পুর্ণ দৃষ্টি দিন। কী দেখলেন?
কুম্ভ
কটাক্ষ করে বিরক্তির উদ্রেক করতে চাইবে কেউ। নো পাত্তা।
মীন
কেউ বড্ড আশ্বস্ত করবে। তা বেশ হয়েছে তো?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন