রাশি ডেস্কঃ সোনারদেশ২৪
আজ, ২৩ আগস্ট ২০২৩। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
অপ্রত্যাশিত কারও দেখা পাবেন আজ, চমকে উঠবেন।
বৃষ
কেউ একজন ব্যাকুল হয়ে ডাকছে, একবার ফিরে দেখুনই না, সে কে?
মিথুন
গুবলেট পাকানোর মতো কিছু পরিস্থিতি তৈরি হতে পারে। ক্ষুরধার মগজের কারণে এ-যাত্রা রেহাই পাবেন।
কর্কট
রহস্য হয়ে থাকা কোনো কিছু আজ পরিষ্কার হবে, স্বস্তি পাবেন।
সিংহ
আজকের আনন্দ সহ্য করার প্রস্তুতি আছে তো?
কন্যা
বিদ্ঘুটে এক পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছেন আজ। অদ্ভুত ভঙ্গিতেই তা সামাল দেবেন।
তুলা
অন্যের কিছু কাজ আপনার ওপর এসে পড়বে, সময়ের প্রয়োজনেই তা আপনাকেই করতে হবে।
বৃশ্চিক
ভাবনার প্রতিফলন ঘটাতে যাচ্ছেন আজ। সুচারুভাবে শেষ করা চাই।
ধনু
তীব্র একটা অনুভূতির মধ্য দিয়ে যাবেন। এই অবস্থায় কোনো সিদ্ধান্ত না নেয়াটাই ভালো।
মকর
একধরনের ভাঙা-গড়ার মধ্য দিয়ে যাচ্ছেন আপনি। আজ একটি ফলাফলে পৌঁছুবেন।
কুম্ভ
হালকা-পাতলা ঝামেলা এসে ভিড়তে পারে, এদেরকে ফুঁ মেরে উড়িয়ে দেয়ার মতো যথেষ্ট দম রয়েছে আপনার।
মীন
প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের খানিকটা সময় বেশি দিতে হবে আপনার, খুব বেশি দরকার আজ তাদের পাশে থাকার।