রাশি ডেস্কঃ সোনারদেশ২৪:
আজ, ১৫ আগস্ট ২০২৩। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
দারুণ ক্ষিপ্রতা দেখাবে কাছের কেউ। ইতিবাচক ফলও বয়ে আনবে হয়তো।
বৃষ
উৎফুল্ল হওয়ার মতোই কিছু টের পাবেন। এত আনন্দ রাখবেন কোথায়?
মিথুন
মনে মনে অনেক হিসাব কষেছেন। কিন্তু দিন শেষে কাজে এলেও আসতে পারে।
কর্কট
কাজ করতে করতে ক্লান্ত হয়ে যেতে পারেন। বিশ্রামকে বলুন না সঙ্গে থাকতে।
সিংহ
হেসেখেলেই দারুণভাবে কেটে যেতে পারে আজকের সময়টা। ঝামেলাহীন।
কন্যা
কারও কথায় তেতে না উঠে কৌশল অবলম্বন করুন।
তুলা
কোনো ব্যাপার আবার নতুন করে শুরু করবেন আজ, সফলতার দিকেই তা যাবে নিশ্চিত।
বৃশ্চিক
মায়ার বেড়াজাল থেকে বেরিয়ে আজ বাস্তব সিদ্ধান্ত নিন।
ধনু
কোনো কারণে রাগ করতে যাবেন তো হেরে গেলেন।
মকর
উটকু কোনো ঝামেলা সামলাতে হবে আজ। খুব সতর্কভাবে।
কুম্ভ
হৃদয়ের কথা আজ খুব কাছের মানুষকে জানান। রোম্যান্টিকতায় ভরা দিনখানা।
মীন
কিছু সুসংবাদ পাবেন। গুডলাক কি তাহলে একেই বলে?