রাশি ডেস্কঃ সোনারদেশ২৪:
আজ, ১১ আগস্ট ২০২৩। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
আপাতদৃষ্টিতে অনর্থক হলেও আত্মবিশ্বাস থাকায় কাজটার সমাধান খুঁজে পাবেন।
বৃষ
নেতৃত্বসুলভ মানসিকতা আপনার মন চাঙা করে দিতে পারে।
মিথুন
চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে আজ আরেকবার ভেবে নিন।
কর্কট
ঝামেলা থেকে মুক্তি পাচ্ছেন। তাই আজ ঘুরতে যেতে পারেন।
সিংহ
সমস্যা আর সমাধান- দুটোরই মিল খুঁজে পেতে পারেন আজ।
কন্যা
ভালো কোনো কাজের সন্ধান আজ মিলতে পারে।
তুলা
সুবর্ণ সুযোগ আসছে। একনিষ্ঠভাবে কাজে নেমে পড়ুন।
বৃশ্চিক
চরম ব্যস্ত দিন পার করতে হতে পারে। তবু ক্লান্তি এসে ভর করবে না।
ধনু
যে কাজটি পছন্দের, তাতেই মেতে থাকবেন দিনজুড়ে।
মকর
সুদিনের কথাগুলো আজ মনে করতেই কেটে যাবে সময়টা।
কুম্ভ
বিচক্ষণতার পুরস্কার আজ হাতেনাতে পাবেন নিশ্চয়ই।
মীন
আপনার আশাই পূরণ হতে হচ্ছে। তাহলে এখনো হতাশা কেন?