সোমবার, ৩০শে ডিসেম্বর,
২০২৪

  • জাতীয়

  • ময়মনসিংহে ভিমরুলের কামড়ে ভাই-বোন ও বাবার মৃত্যু


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শনিবার, ১২ই অক্টোবর,

    ২০২৪

    /

    14 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভিমরুলের কামড়ে বাবা ও তার দুই ছেলে-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

     

    শনিবার (১২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- মাওলানা আবুল কাসেম (৪৮), তার মেয়ে লাবিবা (৮) ও ছেলে সিফাতুল্লাহ (৬) ।

     

    ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

     

    তিনি জানান, মাওলানা আবুল কাসেম স্থানীয় ধোবাউড়ার দুধনই বাজারের মসজিদের ইমাম ছিলেন। 

     

    এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধোবাউড়া উপজেলার অধিকাংশ এলাকা এখন বন্যা কবলিত। সকালে বাড়ি থেকে নৌকায় করে বাজারের উদ্দেশে রওনা দেন ইমাম আবুল কাশেম এবং তার দুই শিশু সন্তান। এ সময় একটি জঙ্গলের নিচ দিয়ে তাদের বহনকারী নৌকা যাওয়ার সময় ভিমরুলের চাকে আঘাত লাগে। এতে অসংখ্য ভিমরুল নৌকায় থাকা বাবা ও তার সন্তানদের আক্রমণ করে। 

     

    এ ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বাবা ও মেয়ের মৃত্যু হয়। পরে রাতে ছেলে সিফাতও মারা যায়। 

     

    এ ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হলো। পরিবার এবং স্বজনের আহাজারিতে ভারি হয়ে উঠছে আকাশ বাতাস। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হক।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd