শুক্রবার, ২০শে সেপ্টেম্বর,
২০২৪

  • খেলাধুলা

  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশেই হবে, আশায় বিসিবি


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শনিবার, ১০ই আগস্ট,

    ২০২৪

    /

    25 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    এ বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপটা বাংলাদেশে আয়োজনের কথা ছিল। তবে চলমান পরিস্থিতির কারণে আইসিসি ভিন্ন ভাবনায় এগোচ্ছিল। ভেন্যু হিসেবে ভারত, শ্রীলঙ্কা আর সংযুক্ত আরব আমিরাতের কথা ভাবছিল তারা। তবে বিসিবি এখনও আশায় আছে বিশ্বকাপটা হবে বাংলাদেশের মাটিতেই। 

    সরকার পতনের পর দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে চলে যায়। তবে এরপর ড. মুহাম্মদ ইউনূসের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পরিস্থিতিটা উন্নতির দিকে যাচ্ছে। বিসিবিকে আশা দেখাচ্ছে সে বিষয়টাই। 

    বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর ভাষ্য, বিষয়টা সম্পূর্ণ দেশের অবস্থার ওপর নির্ভর করছে। আমরা আশা করছিলাম যে যখনই অন্তর্বর্তীকালীন সরকার আসবে, তখন সব ঠিক হয়ে যাবে। এখন সেভাবেই হয়তো এগোচ্ছে। সেটা হলে তো বিশ্বকাপ নিয়ে আশাবাদী হওয়াই যায়।

    বিসিবির নারী বিভাগের হেড অব অপারেশনস হাবিবুল বাশার সুমনও কথা বললেন একই সুরে। বললেন, আমি এখনও আশাবাদী, দেখা যাক আইসিসি কী করে। এটা এখন আইসিসির সিদ্ধান্ত, আমাদের তো কোনো সিদ্ধান্ত নেই।

    সে সিদ্ধান্ত কী হবে, তা চলতি সপ্তাহেই জানিয়ে দেবে আইসিসি, জানালেন হাবিবুল, বিশ্বকাপ পেছানোর কোনো উপায় নেই। ঠিক সময়েই হবে। বাংলাদেশে না হলে অন্য কোথাও হবে। কিন্তু বিশ্বকাপ ঠিক সময়েই হবে। এখন আমার মনে হয় সিদ্ধান্তটা পুরোপুরি আইসিসির, আমি যতটুক জানি বা বুঝি। আইসিসির একটা মনিটরিং টিম আছে, ওরা সবার সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্ত নেবে, ওরা ওদের মতো সিদ্ধান্ত নেবে। মনে হয় না ওরা খুব বেশি দেরি করবে, এই সপ্তাহেই জানিয়ে দেবে।

    সে সিদ্ধান্তের অপেক্ষাতেই আছে বিসিবি। তার ওপরই নির্ভর করবে এ বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হবে কে।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd