শুক্রবার, ৩রা জানুয়ারি,
২০২৫

  • জাতীয়

  • চাঁদপুরে মেঘনা নদীতে বিশেষ অভিযান, ২৭ জেলে আটক


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শনিবার, ২রা নভেম্বর,

    ২০২৫

    /

    3 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    মা ইলিশ রক্ষার্থে চাঁদপুরের মেঘনা নদীতে শেষ মূহুর্তের বিশেষ অভিযানে ২৭ জেলেকে আটক করেছে প্রশাসন।

     

    শনিবার (২ নভেম্বর) নদীর বিভিন্ন পয়েন্টে দুপুর ৩টা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত টাস্ক ফোর্সের বিশেষ অভিযান পরিচালিত হয়।

     

    চাঁদপুর নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ বলেন, সদর উপজেলার বহরিয়া, আনন্দবাজার, সফরমালি বাজার, কানুদি ঘাট, লালপুর, আমিরাবাদ, রাজরাজেশ্বর, এবং উত্তর মতলব উপজেলার চরউমেদ ও বড়চর এলাকায় অভিযান চালানো হয়েছে।

     

    তিনি আরো জানান, অভিযানে ২৭ জেলেকে নৌকাসহ আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ৭ জন জেলের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। আটককৃতদের মধ্যে বাকী ২০ জনের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানা, চাঁদপুর সদর থানা, মোহনপুর নৌ ফাঁড়ি, মতলব থানায় মামলা দায়ের করা হয়। অভিযানের সময় প্রায় ২ লাখ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়েছে।

     

    এই অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আব্দুর রহমান, চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর জেলার মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন, কোষ্ট গার্ড এর অফিসার ও ফোর্স , সদর নৌ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেনএবং মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd