মঙ্গলবার, ১০ই ডিসেম্বর,
২০২৪

  • খেলাধুলা

  • গুরবাজের ফিফটির পর মোস্তাফিজের আঘাত, চাপে আফগানিস্তান


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ১১ই নভেম্বর,

    ২০২৪

    /

    15 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান উদ্বোধনী জুটিতেই তারা তুলে ফেলে ৪১ রান। তবে এরপর নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান অল্প সময়ের মধ্যে দেন জোড়া ধাক্কা।

     

    তবে এই চাপের মধ্যেও দারুণ এক ফিফটি হাঁকিয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু অন্যপ্রান্তে পড়ে গেছে ৩ উইকেট।

     

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৪ রান করেছে আফগানিস্তান। 

     

    সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। শারজাহতে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ৮ উইকেটে ২৪৪ রান। ব্যাট হাতে ৯৮ বলে ৯৮ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ১১৯ বলে ৬৬ রান করেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

     

    ২৪৫ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে আফগানদের উদ্বোধনী জুটিতে আসে ৪১ রান। অষ্টম ওভারে বল করতে এসে এই জুটি ভাঙেন নাহিদ রানা। বাংলাদেশের জার্সিতে অভিষেক ওয়ানডে খেলতে নামা এই ফাস্ট বোলারের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন আফগান ওপেনার সাদিকুলএরপর দলীয় ৬৩ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান। এবার মোস্তাফিজের বলে কট অ্যান্ড বোল্ড হন তিনে নামা রহমত শাহ (৮)। তবে ওপেনার গুরবাজ একপ্রান্ত আগলে রান তুলতে থাকেন। মাঝে মাঝে হাত খুলতেও দেখা যায় তাকে। অবশেষে ৬০ বলে ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে ফিফটি তুলে নেন তিনি। পরের ওভারে এসে প্রথম বলেই হাশমতউল্লাহ শহীদিকে ফেরান মোস্তাফিজ। ্লাহ (১৪)। 

     



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd