শুক্রবার, ৩রা জানুয়ারি,
২০২৫

  • জাতীয়

  • কবিরাজের ওষুধে অসুস্থ একই পরিবারের সাতজন


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শুক্রবার, ১লা নভেম্বর,

    ২০২৫

    /

    5 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    নেত্রকোনার দুর্গাপুরে কবিরাজের দেওয়া কৃমিনাশক ওষুধ খেয়ে শিশুসহ একই পরিবারের সাত জন অসুস্থ হয়ে পড়েছে। তাদের সবাইকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থা আশংকাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

     

    শুক্রবার (১ নভেম্বর) উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

     

    অসুস্থরা হলেন কুড়ালিয়া গ্রামের একই পরিবারের ফারুক মিয়া (৩৫), কামরুন নাহার (৩০), রাবিয়া বেগম (৬০), হুসনে আরা (৬৫) শিশুদের মধ্যে মুজাহিদ (৯), ইকরা (৭), ইলমা (৩)।

     

    স্বজনরা জানান, গতকাল বিজয়পুর গ্রামের এক কবিরাজের থেকে কৃমিনাশক ওষুধ আনে। আজ সকালে ঔষুধ খাওয়ার নিয়মানুসারে খালি পেটে পরিবারের সবাই একাসাথে ঔষুধ খায়, খাওয়ার পরপরই সবাই অসুস্থ হয়ে পড়ে। এইসময় পরিবারের লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক সবার অবস্থা আশংকাজনক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

     

    স্বজন হনুফা আক্তার বার্তা২৪.কমকে বলেন, কবিরাজের দেওয়া কৃমিনাশক ঔষধ খেয়েই সবার এই অবস্থা। এখন সবাই ময়মনসিংহ হাসপাতালে আছে।

     

    দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার মো. তানজিরুল ইসলাম রায়হান জানান, গ্রামের কবিরাজের পরামর্শে পাহাড়ি ফল কৃমিনাশক হিসেবে খায়। পরে অসুস্থ হয়ে পরে, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে জনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd