২০২৪
9 বার পড়া হয়েছে
আজ, ৪ সেপ্টেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
দারুণ ক্ষিপ্রতা পাবেন কাজে। ঠুনকো বাধা পেলেও এড়িয়ে যান।
বৃষ
সঠিক পথে আপনি। কিন্তু বেঠিক পথে যাচ্ছেন কেন, ভাবুন।
মিথুন
নীরবে অনেক কিছু অনুভব করেছেন। তা কিন্তু ভবিষ্যত সফলতারই অংশ।
কর্কট
সভ্যতা-ভব্যতা নিয়েই আপনি ব্যস্ত। যদিও সুফল পেতে সময় লাগবে।
সিংহ
দিব্যি কেটে যাবে দিনখানা। গড়াগড়ি দিন একটু।
কন্যা
রাজনৈতিক কাজে আপনি অন্যের দয়ায় থাকবেন। নিজের বুদ্ধিটা কি নেই?
তুলা
প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়েই দিনটি শুরু হচ্ছে।
বৃশ্চিক
ফাঁকি ও মায়ার বেড়াজাল থেকে বেরিয়ে আসার সুযোগ পাবেন।
ধনু
সৃজনশীল কাজের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে আজ।
মকর
হাঙ্গামা সামলাতে হবে আজ। খুব সতর্কভাবে।
কুম্ভ
প্রবাসী বন্ধুর সহায়তা আজ আপনার দিনটাকে রাঙিয়ে দেবে।
মীন
টপাটপ ভালো কিছু সংবাদ পাবেন আজ। গুডলাকই তাহলে।