২০২৪
11 বার পড়া হয়েছে
আজ, ৪ নভেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ
ঈর্ষাকাতর স্বজন কিংবা বন্ধুর আচরণে কষ্ট পেতে পারেন।
বৃষ
লাগামছাড়া উচ্চাকাঙ্ক্ষা আজ ঝামেলার কারণ হতে পারে।
মিথুন
আজ কারও উপকারে আসবেন। তবে কিছু প্রত্যাশা করবেন না।
কর্কট
মৌলিক চিন্তাধারায় কাজে সাফল্য আসতে পারে।
সিংহ
বন্ধুর সহযোগিতায় সংকট থেকে মুক্তি পাবেন।
কন্যা
সুযোগসন্ধানীরা আজ ব্যবসায় সমস্যা সৃষ্টি করতে পারে।
তুলা
আজ উপস্থিত বুদ্ধির কারণে সমস্যা থেকে উত্তরণ পাবেন।
বৃশ্চিক
সংসারে সন্দেহবাতিকতা মানসিক কষ্ট বাড়াবে।
ধনু
কোনো ব্যাপার নিয়ে বেশ আবিষ্ট থাকবেন আজ।
মকর
অংশীদারের কূটচালে ব্যবসায় প্রতারিত হতে পারেন।
কুম্ভ
সেবামূলক কাজে আজ নিজেকে বিলিয়ে দেবেন।
মীন
জমিজমা সংক্রান্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে আসবেন আজ।