1. admin@sonardesh24.com : admin :
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০১:১৯ পূর্বাহ্ন
  •                      

শাবিপ্রবিতে গুচ্ছের ‘বি’ ইউনিটের পরীক্ষা শুরু

সোনারদেশ ২৪ ডেস্ক
  • আপডেট করা হয়েছে শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৮ বার পড়া হয়েছে

শিক্ষা ডেস্কঃ সোনারদেশ২৪:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উপকেন্দ্রে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এতে শাবিপ্রবির উপকেন্দ্রে অংশ নিচ্ছেন ২ হাজার ৫শ’ ৬১ জন পরীক্ষার্থী।

শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৪টি ভবনে একযোগে পরীক্ষা শুরু হয়, পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত।

এ বিষয়ে শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম বলেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিশ্ববিদ্যালয়ের ৪টি ভবনে পরীক্ষা শুরু হয়েছে। এতে আমাদের কেন্দ্রে ২ হাজার ৫শ’ ৬১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘এ’ ‘বি’ এবং ‘সি’ তিন ইউনিটে সারাদেশে অংশ নেবে ৩ লাখ ২ হাজার ২৩১ জন। এরমধ্যে ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৬ হাজার ৪শ’ ৩৪ জন, ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ৩৯ হাজার ৮শ’ ৬৪ জন এবং ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ৯শ’ ৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন