ক্রীড়া ডেস্কঃ সোনারদেশ২৪:
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও তুরস্কের সাবেক রেসলার রেসিত কারবাকাক। মৃত্যুকালে সাবেক এ চ্যাম্পিয়ন রেসলারের বয়স হয়েছিল ৬৬ বছর।
তুরস্কের রেসলিং ফেডারেশন কারবাকাকের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে।
করোনায় আক্রান্ত হওয়ার পর হার্ট অ্যাটাক হয় কারবাকাকের। সঙ্গে সঙ্গেই তুরস্কের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু করোনার সঙ্গে লড়াইয়ে আর পেরে উঠেননি।
১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে ফ্রি স্টাইল ক্যাটাগরিতে যোগ দিয়েছিলেন কারাবাকাক। রেসলিং থেকে অবসরে যাওয়ার পর তুরস্কের জাতীয় দলকে কোচিং করিয়েছেন সাবেক এই রেসলার।
প্রয়াত এই রেসলিং কিংবদন্তির মৃত্যুতে শোক জানিয়েছেন তুরস্কের যুব ও ক্রীড়ামন্ত্রী মেহমেত মুহাররম কাসাপোগলোও।