1. ziaulhaquecpa@gmail.com : admin :
সোমবার, �&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;; অক্টোব� &#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;�&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;&#�&#�5533;&#�5533;33;, &#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;&#�&#�5533;&#�5533;&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33;;:&#�&#�5533;&#�5533;33;&#�&#�5533;&#�5533;33; পূর্বাহ্�
  •                      

আজ ঢাকায় মিছিল করবে বিএনপি

সোনারদেশ ২৪ ডেস্ক
  • আপডেট করা হয়েছে সোমবার, ১২ জুন, ২০২৩
  • &#�5533;� বার পড়া হয়েছে

রাজনীতিঃ ডেস্কঃ

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান আন্দোলনে তরুণদের সক্রিয় করতে সমাবেশ করবে বিএনপির ৩ অঙ্গ সংগঠন। সারা দেশের ৬টি বিভাগীয় শহরে তারুণ্যের সমাবেশ করবে ছাত্রদল, যুবদল ও স্বেচ্চাসেবক দল। আগামী ১৪ জুন চট্টগ্রাম দিয়ে এ তারুণ্যের সমাবেশ শুরু হবে। এই উপলক্ষে আজ সোমবার (১২ জুন) রাজধানীতে মিছিল করবে বিএনপিসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠন।

এদিন দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে মগবাজার মোড় পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হবে। এতে দলটির নেতাকর্মীরা স্বর্তস্ফূত অংশগ্রহণ করবেন বলে জানিয়েছে বিএনপি। ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দিয়েছে বিএনপি।

দলটির নেতারা বলেন, সরকার বিরোধী আন্দোলন ক্রমেই বাড়ছে। এখন থেকে আন্দোলনে তরুণদেরকে সক্রিয় করা হবে।

তারুণ্যের সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ৩ অঙ্গ সংগঠন। সমাবেশ সফল করতে ইতিমধ্যে বিভাগীয় শহর ও জেলাগুলোতে প্রস্তুতি কমিটি করা হয়েছে।

এছাড়া আসন্ন সমাবেশ ঘিরে দলের নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্চাসেবক দলের সকল পর্যায়ের নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন