1. admin@sonardesh24.com : admin :
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্ন
  •                      

আজকের রাশি I ২৬ মে

সোনারদেশ ২৪ ডেস্ক
  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৫ বার পড়া হয়েছে

রাশি ডেস্কঃ সোনারদেশ২৪:

মেষ
সুখস্মৃতিতে জর্জরিত হবেন আজ। এমন দিন কেন বারবার আসে না!
বৃষ
মাঝেমধ্যে আবেগনির্ভর সিদ্ধান্ত নিতে হয়। আজ তাই নিতে যাচ্ছেন।
মিথুন
চমকপ্রদ কোনো তথ্য পাবেন। কাজে লাগবে বেশ।
কর্কট
ছুটি ছুটি একটা মুডে থাকবেন। এরই ফাঁকে গুরুত্বপূর্ণ কাজটাও সেরে ফেলবেন।
সিংহ
কেউ আপনার অনুমতির অপেক্ষায় আছে। অনুমতিটা দিতে পারেন আজ।
কন্যা
আপাতত একটা সিদ্ধান্ত আসতে হবে। স্থায়ী সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে লম্বা সময় পাবেন।
তুলা
দূরের কিছু একটা কাছে পাবেন আজ। কী করবেন ভাবুন!
বৃশ্চিক
সব প্রস্তুত, আজ নতুন কিছু ঘটবে।
ধনু
নেই কাজ তো খই ভাজ- এতেই গুরুত্বপূর্ণ কিছু করে বসবেন আজ।
মকর
অপেক্ষার শেষ হচ্ছে। কী যে মধুর!
কুম্ভ
খুব ক্লান্ত! আজ বিশ্রামের সুযোগ মিলবে।
মীন
একটা কাজের শেষ অংশটুকুতে হাত দিচ্ছেন আজ। খুঁটিনাটি ব্যাপারেও সচেতনতা কাম্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন